খোঁজ
-নীলোৎপল সিকদার
আমি দাঁড়িয়ে আছি শতাব্দী প্রাচীন কাল
মানুষ সৃষ্টির ঊষা লগ্ন হতে,
আমি মানুষ আপন দু-পায়ে
শক্ত হয়ে দাঁড়িয়ে আছি
শ্বাপদসংকুল পৃথিবীর মাটির উপর…
আমার চারপাশে অগণিত প্রাণী
অথচ আমার পাশে-সাথে কেউ নেই,
আমি একা–সত্য ন্যায়ের মশাল হাতে
দৃপ্ত পায়ে সময়ের পথে এগিয়ে যাচ্ছি…
আমি মানব সন্তান-আমি মানুষ…
আমি কত মত-পথ-ধর্ম অতীতে বদলিয়ে
মানব কল্যানে সুস্থ সুন্দর একটি
আদর্শ পথের অন্বেষণে যাতনা যন্ত্রণা সহ্য করে
এগিয়ে যাচ্ছি মানুষের জন্য একটি সুন্দর পৃথিবীর খোঁজে…
এ আকাশ-বাতাস-সাগর-নদী-গ্রহ-নক্ষত্র
আমাকে প্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার,
যেন ফিসফিস করে বলছে এগিয়ে যাও
আমরা শক্তি সাহস নিয়ে আছি তোমার সাথে…
সামনে তোমার প্রিয় মানুষের জন্য
একটি বাসযোগ্য আলোকিত পৃথিবী অপেক্ষা করছে,
সে পৃথিবীতে ধর্ম, অর্থ-মোক্ষ নয়
সেখানে সবার উপরে মানুষ সত্য,
কোন ধর্ম-বর্ণ বিভেদ নেই
একটিই ধর্ম-নাম তার মানবতা…
সেখানে প্রথম কথা মানুষ এবং শেষ কথা মানুষ,
সে পৃথিবীতে কোন ভিন্ন ভিন্ন নামের ধর্ম নেই
নেই ভিন্ন ভিন্ন নামের ঈশ্বর,
আছে ধর্ম একটিই-নাম তার মানবতা
মানুষই সে ধর্মের ঈশ্বর…
এসো বন্ধু বেঁচে থাকার এ বেলা গেয়ে যাই
মানুষ এবং মানবতার জয় গান,
আর সব পিছে পড়ে থাক…
খুব সুন্দর লেখনী