কবিতা

তবুও সুদুর

তবুও সুদুর
-অমল দাস

 

মেঘলা আকাশ চাঁদ ওঠেনি

রাত পরীতে ভয় নেই ,

রাত তো আমার রাতের আমি

জীবন যাপন ব্যথা-তেই ।

 

গানে আমি বিরাগ তানে তুমি

আমার কৃষ্ণ আকাশ সাথী,

যদিও অদুর তবুও সুদুর জানি

মাথার’পরে জ্বলছে নিয়ন বাতি ।

 

আজ নদী বড়ই একলা পথে

পাড় ভাঙনের শব্দ শুনি ,

আমার শাল পিয়ালে মরু এলো

তোমার কণ্ঠে বিজয় ধ্বনি।

 

তুমি বিশাল প্রাচুর্যতে হারিয়ে গেছো

তোমার ধনের দেশে বিরাজ এখন,

আমাদের দুইয়ের মাঝে বিভেদ পাহাড়

নিঃস্ব সমুদ্রতট আমার স্বজন।

 

আমি আঁধার গলিতে দাঁড়িয়ে একা

চোখ সাগরে শান্ত লহর ,

মিথ্যে বাঁধন ছিল তোমার সাথে

আমার বুকের উপর আস্ত শহর।

Loading

2 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>