দুঃস্বপ্নের গাঙ
-দিবাকর মণ্ডল
এই একলা জীবন ঘিরে
উদাসী বাউন্ডুলের ভিড়ে
নিষ্কর্মা কাটল হেলায়-সকাল কিম্বা সাঁঝে ।
ওরে পাগল পাগল মন
এই দুঃখ ভরা জীবন
কি আশায় ডুব দিলি তুই এই হৃদয় মাঝে ।
যার দু-কূল হারা নদী
যেথা দাঁড় ভাঙা বায় মাঝি
ঝড় তুফানে ভবের খেলা ভাবল মন্দ না !
যে মৃত্যু দেখে রোজ
রাতের আঁধার- ভাবে ভোর
এক বেলা খায় , তাও সুখী কয় – অলীক কল্পনা !
ভাবে-মিথ্যে বুঝি সকাল
কাটে সুখে, কাজহীন কাল
জীবন একটা দিবস নিল নিঠুর কেড়ে।
সময় দেয়না কভু ধরা –
দিবস এক সকালে গড়া –
এই বেলাটা দেনা আমায় ছেড়ে ।
এই অপার কাজের ভার –
জীবন দিচ্ছে রে আওয়াজ –
আমার পাগল পারা যাতন মাঝে সয় ।
যদি সব মেনে নিস সুখে ,
যদি স্বপ্ন থাকে বুকে ,
হাতে-হাত মেলা তুই ভুলে সকল ভয় ।।