প্রহসনের ‘ডাক’
– রীণা চ্যাটার্জী
ভণিতা ‘ডাকে’ পেয়ে ছিলাম সঞ্জীবনী
গেয়েছিলো যে মন নতুন জাগরণী
সে “ডাক” শুধুই আমার জন্য নয়
ডেকেছিলে হয়তো ব্যঙ্গ আছিলায়।
ভাসবো না আর সুখস্বপ্নের গানে
ধাইবো না আর আলেয়ার পানে
ধূল জমবে আমার সঞ্জীবনী শখে
বাস্তবতা আঙুল দিয়েছে চোখে।
চারপাশে শুধু কাঁটা তারের বেড়া
হতাম যদি পক্ষীরাজ ঘোড়া
উড়ে যেতাম বেড়া জালের দূরে
‘ডাক’ যেন আর বাজেনা কোনো সুরে।
জীবন-মরণ সবই তো একাকার
মন রোদনে বয়ে যায় ব্যথাভার,
খুঁজবে না কিছুই আর অনুক্ষণ
ক্লান্ত বিষাদে অসহায় এই মন।
ভ্রান্ত,শ্রান্ত মনটি আমার একার
বাঁচতে হবে এরই সাথে আবার
অপেক্ষারা ধরবে যে হাত জানি
শেষের দিনের প্রহরটুকুই গুনি।
শুনতে যে চাই অমোঘ সেই ‘ডাক’
যে ডাকে পরমাত্মা রাখেনা ফাঁক
বিলিয়ে দেবো সকল চাওয়া-পাওয়া
পঞ্চ ‘ভূ’তে শুধুই বিলীন হওয়া।
অপূর্ব অভিব্যক্তির প্রকাশ
সকৃতজ্ঞ ধন্যবাদ