স্বপ্ন
-নবনীতা মুখার্জী
সেই মেয়েটার কাজল চোখে স্বপ্ন ভালোবাসার;
ছুঁতে চাওয়া শান্ত দীঘির গভীরতা অপার –।
শাড়ির একটা পাড়ের ভাঁজে হঠাৎ একটা টান !
সেই মেয়েটার শিরায় শিরায় উত্তেজনার বাণ !
ঘরের মধ্যে ঘরের মত মনের মধ্যে ঘরে – –
পুতুল খেলা সাজায় মেয়েটা ভীষণ যত্ন করে ।
ঝড়ের রাতে সেই মেয়েটার বাসর তোলপাড় !
বুঝল না সে গভীরতার মানে অন্ধকার –!!
নদীর মতন বইতে হলে একলা চলতে হয় ,
সেই মেয়েটার এখন ভীষণ দীঘির জলে ভয় !
স্রোতস্বিনীর বহমানতায় ভাঙছে মিথ্যে রোজ ;
সেই মেয়েটা সত্যি পাবে ভালোবাসার খোঁজ ?