Site icon আলাপী মন

এক গোলার্ধ দূর

এক গোলার্ধ দূর 
-অমল দাস

 

একরাশ ভালোবাসা এক চাঁদ প্রেম,

বৈশাখীর কাল এসে খেলে গেলো ‘গেম’ ।

উড়ে গেলো বাঁধা চাল ঝটিকা সফরে,

হাহাকার চীৎকার মানবহীন শহরে ।

টিপটিপ প্রদীপালোয় জেগে থাকে রাতি,

যাতনায় আলোকপাত আসে যে প্রভাতী।

বেলা যায় থেমে যায় বাতাসের বেগ,

অপূর্ণ চাহিদায় মিশে যত ব্যর্থ আবেগ ।

ভেসে যাওয়া কোলাহলে চুরি যায় মান,

কে গোপনে ডেকে গেলো দিয়ে গেলো টান।

এখনি যাব না ভাবি আরও কাজ বাকি,

কিছু ভুল আরও ভুল সব লিখে রাখি ।

মিছে আশায় ডাল ভেঙে মাটির গভীরে,

ভাবিনি সে মূল ছাড়া বাঁচবে কি করে ।

জল ভরা ঝিলে আমি শুভ্র-কমল চেয়েছি,

মৃত বহু অভিলাষ কচুরিপানাই পেয়েছি।

ভেসে ছিলাম যে গাঙে থেমে গেলো স্রোত

চলে যাওয়া তার প্রতি জমা হলো ক্রোধ ।

যে বিরহে বিরহিত তার বেঁধেছিনু গান,

প্রবাহিত তড়িৎ-এ লেখা বাদুড়ের প্রাণ।

আবর্তন শোনে না মানা বলি পিছে চলো,

 এত ক্ষয় পরাজয় কি করে কি হলো  ।

তুমি আমি আমি তুমি এক গোলার্ধ দূর,

ঝুলে ঘেরা দীন আলয়ে শীর্ণ অস্বচ্ছ নুর।

Exit mobile version