অবসর
-সুদীপ সিনহা
প্রতিদিন প্রতিক্ষণ-
আকাশে বাতাসে, করিনু প্রকাশ,
স্বপন সঞ্চারণ।
তিলে তিলে গড়া ,জীবন আমার–
বুকভরা কত আশা।
না বলা কত না ভাষা।
দুচোখের যত আকুল বাসনা,
হৃদয়ের যত নেশা।
নিমেষে হারায় ফিরে তো আসেনা,
তবু এত অভিলাষা,
না পাওয়া সে ভালোবাসা।
দুরন্ত গতি ,সবেতে লুব্ধ ,
ক্ষুব্দ চেতনা শোনেনা।
এত বাসনার মৃত্যুতে গতি,
স্বপ্নেরা সুর বোনেনা।
হঠাৎ কখন ওঠে ওঠে, ঝড়-
দেহে আর প্রাণে যত হুল্লোড়।
অসীম নিয়তি,পাকায় ভ্রূকুটি,
মৃত্যুতে খোঁজে অবসর।
তাকায় বিশ্ব চরাচর।