Site icon আলাপী মন

মেঘ মুলুকে 

মেঘ মুলুকে
নবনীতা মুখার্জী

 

মেঘ মুলুকের আবছায়া তে –
স্বপ্ন গুলো রাস্তা হারায় ;
ঘুম ঘুম চোখ সেই মুলুকে ,
ঝাপসা রাতের পদ্য শোনায় !!
কোথাও একটা রামধনু রং —
অলীক সুতোর স্বপ্ন বোনে ,
যে স্বপ্ন টা ভীষণ আমার ,
একলা রাতের প্রহর গোনে !
ঘুম স্টেশনে দাঁড়িয়ে থাকা ,
স্বপ্ন – স্মৃতির রেল পাটাতন–
ডাকবাক্সে যত্নে রাখা —
গুপ্ত চিঠি – মন উচাটন !!
একটা কোনো সর্বনামে–
লেপ্টে থাকা কালির আঁচড় ;
কোথায় যেন স্পর্শ করে ,
লুকিয়ে রাখা বুকের পাঁজর !!
স্বপ্ন রা সব এলোমেলো ,
ঝাপসা চিঠি হাতড়ে বেড়ায়,
মেঘ মুলুকের বৃষ্টি ফোঁটা ,
সিক্ত স্মৃতি র বার্তা পাঠায় !!

Exit mobile version