Site icon আলাপী মন

অতলে

অতলে
-দীপালী পাল

তুমি ঠিক কতটা জলে নামতে পারো?
ঝাঁপ দেবে সমুদ্রের উচ্ছাসিত জলে-
হাঁটু অবধি?কোমর ?না গলা অবধি?
ডুবে ভাসতে পারো একদম অতলে?

 

কি সাঁতরাতে পারো?ডুব সাঁতারে যাও?
ঝাঁকে ঝাঁকে সাদা ঢেউ,জোয়ারের জলে,
সমুদ্রের গভীরে গিয়েছো কখন ও?
যাবোনা ভেতরে সাঁতার জানিনা বলে।

 

আমি অল্প জলেই পাড়ের কাছাকাছি ,
বালি জলে পড়ে থাকি , বালি জল মাখি-
বহতী স্রোতে “বাঁচাও”চিৎকার করি,
বেশীদূরে না গলা জলে ডুবিয়ে রাখি।

 

তুমি ভালো সাঁতরাও একূলে,ওকূলে,
তুমি পরিস্কার ঢেউ জল নিয়ে থাকো-
সাঁতার জানো যখন ডোবার ভয় নেই,
এইবার গভীরে যাও ,ভয় পেয়োনাকো।।

Exit mobile version