Site icon আলাপী মন

মিলন অভিলাষ

মিলন অভিলাষ
-বিপুল রায়

 

 

চেনা মুখও অচেনা
হয়ে যায় সময়ের স্রোতে–
তবুও স্মৃতিগুলো ঘিরে থাকে
হৃদয়ের গভীরে, মনের খাতায়
শিরা-উপশিরায় বিশুদ্ধ রক্তের মতো।

 

মনের পরতে পরতে একটা সময়
দূরত্বটা অনুভূত হয়,
সময়ের গতিপথ ধরে
কেটে যায় অবসন্ন দিন,
নিভে যায় সম্পর্কের সব আলো–
ঠিক সূর্যাস্তের মতো করে!

 

তারপর হঠাৎ করে আবারও
মনে উদয় হয় ফেলে আসা দিন,
সেই পুরোনো স্মৃতিগুলো–
গুমড়ে ওঠে মন, কাঁটা দেয় শরীরে
মিলনের অভিলাষ জাগে অন্তরে।

 

হয়তো কখনও বা তা পূর্ণতা পায়
হরিশচন্দ্র আর শৈব্যার মতো করে
নয়তো বা রাধিকার মতো
ডুবতে হয় বিরহের সাগরে!

Exit mobile version