বাধা
-নীলোৎপল সিকদার
যতবার দরজা পেরুতে চাই
ততবার চৌকাঠে আটকে যাই,
কবে কার ভুলে যাওয়া অশরীরি কিছু কথা
শপথের মত পা আটকায়,
কিছুতেই পেরুতে পারি না চৌকাঠ…
জানি এ ঘরে এ বাড়ির আঙিনায়
কেউ নেই আর আপন!
দুখানি হাতে বেঁধে নিয়ে গেছে
সেই পলাশের দিন-ধবল কাশ বনে ছুটে চলা
শরতের সাদা মেঘের ভেসে যাওয়া দিন,
কে আছে আর আমার!
তবুও ছেড়ে যেতে পা আটকায়
সজল একখানি নরম মুখ…
বর্ষার কদম বনে কত কদম ফুলে ভরা
ঝরঝর বাদলধারা আজও অবিরল
কে আছে আর ডাকবে “আয় বৃষ্টি ভিজি “
কেউ নেই কিছু নেই কেন যেন তবু যেতে পারিনা
শপথের মত চৌকাঠে দুখানি পা আটকায়…
wow fantastic