অন্তরাল
নবনীতা মুখার্জী
বিষাদ বাষ্পে জমে থাকা যন্ত্রণা;
হয়ত কখনো মুছবে কোনো শ্রাবণ,
জল জমানো বুকের কাছে ক্ষতটার
এবার একটু যত্নের প্রয়োজন ! !
দুঃখ যাদের বাড়তি সোহাগ করে;
বৃষ্টি তাদের মন খারাপের গান – –
স্যাঁতসেঁতে এক নির্জনতা জানে,
লাল জমাট এর বৃষ্টি ভেজা স্নান !
মুহূর্তরা ঘড়ির কাঁটায় মাপা ;
সুযোগ খোঁজে আলোর স্রোতে ফেরার,
গিলছে যাদের প্রতিদিন চোরাবালি – –
স্বপ্ন তাদের একটাই – – বেঁচে থাকার ! !
যে জানলাটা আড়াল করে ব্যথা ,
তার গরাদে পর্দা নামের ‘ সুখ ‘ !
সাহসী রোদ পর্দা বেয়ে নামে ;
ছুঁতে পারে না ক্ষতবিক্ষত বুক ! !
দুঃখ যাদের নামেই বিলাসিতা – –
কাঁটাতারে সুখ লাল জলছাপ আঁকে,
জানলার পাশে হাসিমাখা মুখগুলোর,
অন্তরে জেনো লুকোনো গল্প থাকে ।।