Site icon আলাপী মন

রাঙা ছাই

রাঙা ছাই
-অমল দাস

 

 

চোখের সাথে মনের মিল নেই,

মন চায় ঘুমোতে চোখ আড়ালেই।

মিছে আঁধারে খুঁজি আলেয়া,

বাইরে চাঁদের দেখা পা বাড়ালেই।

 

দৃষ্টিতে প্রকৃতির শেষ নেই,

সৃষ্টি ক্রমশ চলছে এই আবহেই।

ব্যর্থতায় ভেঙে মিছে অসহায়,

জানি স্ব-চেষ্টায় হয়তো ফল আসবেই।

 

ভাবনার জঠরে স্বপ্নের সীমা নেই,

প্রকাশ্য দিবালোকে আছি তার অভাবেই।

উৎকণ্ঠায় আছি অমৃত তৃষ্ণায়,

বদল হবে যদি বদল হয় ল্যাদ স্বভাবেই।

 

মরু অন্তরে শ্রাবণী গান নেই,

জীবন নদে উজান সেই নীরবেই।

সীমান্তে দাঁড়িয়ে জগৎ সভায়,

জয় ছুঁয়ে আবীর একদিন উড়বেই ।

 

মেঠো পথে বাউল বাতাস নেই

মন কানন জ্বলে দাবানল কবলেই।

জীর্ণ চিঠি পৌঁছায়নি সেই ঠিকানায়

পৌঁছবে দেহ, ছাই রাঙা হবে ধবলেই।

Exit mobile version