ভুল

ভুল
-বীথিকা সেন

 

 

আমি হতে চাইনি বারাক ওবামা-
কিম্বা বিখ‍্যাত ধনী লক্ষী মিত্তাল,
অনাহারে,পথের ধারে ক্রন্দিত শিশুটিরে,
কোলে তুলে নিতে আমি হয়েছি উত্তাল।
তবে কি এটাই ছিল ভুল?

 

দেখতে চাইনি বরফ ঢাকা টোল প্লাজা-
কিম্বা প্যারিসের ঐ আইফেল টাওয়ার,
আমি দেখতে চেয়েছি ,সজাগ পৃথিবী,
আজ ঘুমের ঘরে ঘুমন্ত ভোরে, জাগুক সবাই-
আমার এটাই ছিল চাওয়ার।
আমি চলতে চাই নি হাওয়াই পথে-
কিম্বা দিল্লির কোন রাজপথে,
আমি তাদের পায়ে পা মিলিয়ে চলতে চেয়েছি,
যারা আজও পড়ে আছে,ওই ফুটপাতে।
তবে কী এটাই ছিল ভুল ?

 

ক্লান্ত প্রহরে আকাশের বুকে-
যখন ক্ষুধার্ত পাখি যায় উরে,
আমি তাদের ডাকি খাবার লাগি,
দুমুঠো দানাশস্য দিয়েছি ছুড়ে ।
গ্রীষ্মে যখন তপ্ত দুপুর-
শোষণ করেছে বৃক্ষ রস,
দিয়ে জল-
তাদের প্রাণে বাঁচিয়েছি, একটু বাঁচার আশ্বাস।
তবে কী এটাই ছিল ভুল?

 

সৌধে নয়,আমানতে নয়,ভাঙা অট্টলিকারপ্রতিটি ইটে-
আমি দেখতে চেয়েছি রঙীনতা,
অর্ধমৃত প্রাণে আমি,
ফেরাতে চেয়েছি বাঁচার প্রবনতা।
পথের প্রতিটি ধুলিকনার মাঝে-
আমি লিখেছি যত স্মৃতি,
মরনের আগে জীবনের ফাঁকে,
ফোঁটাতে চেয়েছি তার‌ই আলোকদ্যুতি।
তবে কী এটাই ছিল ভুল?

 

হয়তো এইগুলোই ছিল ভুল…
তাইতো সময়ের আগে অসময়ে আমার,
উপড়ে গেছে মূল।
আমি আশায় আশায় জীবন তরী চলেছি বেয়ে,
আজ‌ও পাইনি খুঁজে কূল।
মধু সঞ্চয়ে ভ্রমর এসে নিলো যে বিদায়,
ফুঁটিয়ে দিয়ে হূল।
অকালেই কুড়ি পড়েছে ঝরে,
বিকশিত হয়নি ফুল।
চাওয়া পাওয়ার ভবের খেলায়,
আমি পাইনি ও একচুল।
জীবনের চাওয়া গুলি হয়তো পাওয়ার মত করে পারিনি চাইতে,
আমার এটাই ছিল ভুল।
হয়তো এটাই ছিল ভুল!

Loading

Leave A Comment