কবিতা

পরজনমে

পরজনমে
-ছন্দা সাঁতরা

 

যখন আর একবার জন্ম নেব,
তোমার থেকে এ জনমের পাওনা গুলো
পর জনমে মিটিয়ে নেব।

 

এ জনমের জমানো কথা
মনের যত ব্যাকুলতা ,
পর জনমে জেনে নিয়ে
ঘাসের বনে ছড়িয়ে দেব।

 

যখন আর একবার জন্ম নেব
একটা আকাশ জোগাড় করে
তোমার পায়ের নীচে বিছিয়ে দিয়ে
খসে পরা তারা হব।

 

এ জনমের জমানো যত
হীরে মানিক,
পরজনমে তোমার গলে পড়িয়ে দেব,
যতটা তোমায় দূরে ঠেলেছি,
ঠিক ততটাই কাছে ডেকে নেব।

যখন আর একবার জন্ম নেব।

Loading

2 thoughts on “পরজনমে

Leave A Comment