Site icon আলাপী মন

যদি পাই

যদি পাই
-রীণা চ্যাটার্জী

 

 

দূরের আকাশ স্মিত হেসে
নিঃসীম নীলিমায় মেশে
পারাবত রূপ যদি পাই..
আমি উড়ে যেতে চাই।

সূর্যতপার অগ্নি বীণে
দহনে দগ্ধ ক্লান্ত ক্ষণে
অনল শুদ্ধ করুণা কণায়
রেখো আমায় তপঃ শুদ্ধতায়।

বরষণের অঝোর ধারায়
জলধরের যাওয়া আসায়
শ্যামলী ভরা ধরার কোলে
সজীবতা খুঁজি নব দূর্বাদলে।

হিল্লোলিত হিয়ার মেলায়
বাতাসের মাতাল দোলায়
পূবালী,দখিণার মৃদু পরশনে
হেরি শান্তি, মুক্ত বাতায়নে।

নিশি আকাশের আঁধার সাজে
জোনাকি জ্বলা তারার মাঝে,
ভুলিয়ে মনের দুঃখ রুক্ষতা
অনুভবে খুঁজি শুধুই স্নিগ্ধতা।

মন খুঁজে যায়, খোঁজার নেশা
জ্যোৎস্না দেবে আলোর দিশা?
আলেয়া জানি শুধুই ফাঁকি…
‘যদি পাই’ … আশায় থাকি।

Exit mobile version