আমি চিনিনা আমায়
-শর্মিষ্ঠা শেঠ
আবেগের বিদ্রোহে
বিদ্রোহী হয়ে উঠি আমি,
বিবেকের কাঠগড়ায়
আমিই হই বিচারক কিংবা আসামী !
আমি নিঃশব্দ শূণ্যতায়
রাত্রির সাথে যুদ্ধ করি একাই ,
সকাল দেখি আমি
ক্ষয়ে পড়া মনে পাতার বাঁশি বাজাই !
আমি আমারে খুন করি
প্রহরের বিলাপ হৃদপিণ্ডে ধরি একা ,
কেউ আমার পাশে নেই
ভেঙে যায় যখন ধরি যে গাছের শাখা !
দেশলাই ভেজে অশ্রু জলে
কঙ্কর ভরা চোখে অন্ধের ভরে,
কোকিলের সারা বেলা
চাতকের প্রাণে হাহাকার করে !
আমার কেউ নেই আজ
দু’দণ্ড হাতটি ধরে পাশে বসার ,
সবাই স্বার্থপর সেই দলেই সে
যে আমার পৃথিবী ভালবাসার !
আমি চিনিনা আমারে আজও
কে আমি কেন এমন জীবন সঞ্চিতায়,
মরন এলে হাসে অন্তর
কেন যে সম্পর্কগুলি আমারে বাঁচায় ?
অনেক দিন পর ফিরে পেলাম, আমাদের প্রিয় স্বজন সাথীকে। স্বাগত প্রিয় লেখিকা।
আমি কবিতাটি পাঠ করে অভিভূত হোলাম।শুভেচ্ছা রইল এক আকাশ।