Site icon আলাপী মন

আলো

আলো
-নীলোৎপল সিকদার

 

 

চারিদিকে নিকষ কালো আঁধার ভেজা,
হাজারো মন্দ-অসৎ-লোভীর ছড়াছড়ি,
ক্ষেপা ষাঁড়ের মত চারিদিকে দাপিয়ে বেড়ায়
ঘুষ-দুর্নীতি গ্রস্ত অশুভ প্রবৃত্তির মানুষ.
তার মাঝেও জেগে থাকে- নীতি আদর্শে অটল
সৎ সুন্দর সাদা মনের মানুষ,
কেবল সেই এ জীবন জগতের
রূপ উপলব্দি করে বিমল আত্ম প্রসাদ লাভ করে…

নিজের বিবেকের কাছে এমন অমলিন আলোর মানুষ
পৃথিবীর আনন্দ স্রোতে অবগাহন করে,
পরম আনন্দ ছুঁয়ে ছুঁয়ে আত্ম আনন্দে বিভোর থাকে…

ও সে সোনার মানুষ আলোর রশ্মি হয়ে
তার জীবন জগৎ আলোয় আলোয় ভরে রাখে,
সংসারের দুঃখ-তাপ-জ্বালা তাকে স্পর্শ করতে পারে না..

এমন দ্বীপ্ত আলোর রশ্মি ছড়িয়ে
হাজারো মন্দ-কাপুরুষের মাঝে কেউ কেউ
সৎ সুন্দর ভালো থেকে
মহা পৌরুষত্বের গৌরব অর্জন করে…

একটিই জীবন একবারই জন্ম
দ্বিতীয়বার কখনো নয়…
সৎ সুন্দর মানুষ হওয়ার জন্য
আর কি কোন জন্ম পাওয়া যাবে!
এ মানব জন্মই সেই দুর্লভ জন্ম
সোনার মানুষ হয়ে অমৃত ঐশ্বরীক আনন্দ লাভের…

Exit mobile version