Site icon আলাপী মন

আকাঙ্খার বর্ষা

আকাঙ্খার বর্ষা

-রীণা চ্যাটার্জী

 

সুধী,
বসন্তে ফুলের রঙ, গ্ৰীষ্মে ফলের সুবাস বিতরনে রিক্ত তপ্ত ধরিত্রীর নব প্রাণ সঞ্চারে মৌসুমীর ক্রোড়ে বর্ষার বিচরণ প্রশস্ত চরাচরে। দিগন্ত জুড়ে নানান মেঘের আনাগোনা… কোথাও যেন জলভারে ভারাক্রান্ত, কোথাও বা কালিমায় ছেয়ে তমসাচ্ছন্ন করে তুলেছে, কোথাও বা বজ্রনিনাদে প্রতুলতা ঘোষণা করে চলেছে, পৃথিবীর বুকে অঝোরে ঝরে নিঃশেষ হতে চায় ..ভারমুক্ত হবার তাড়নায়। কখনো চলেছে ঝিরিঝিরি অক্লান্ত বর্ষণ, কখনো বা মল্লারে আকুল রজনী। মেঘ-বৃষ্টির নানা রূপের অস্তিত্বের প্রকাশে আমরা বিমোহিত, কখনো উচ্ছ্বসিত, কখনো বা সন্ত্রস্ত। বর্ষার স্পর্শে সিক্ত প্রকৃতিও সেজে উঠছে… শ্যামলীমায় ভরা তারুণ্যের অপরূপ রূপ লাবণ্যে। তবুও কোথাও যেন ভয় আছে ছন্দ পতনের–বর্ষার বিমুখতা বেশ ভাবায় …কখন যে তার স্বাভাবিক ছন্দ ভুলে রুক্ষ হয়ে উঠবে তপ্ত উন্নাসিকতায়! তেমনি কখনো বা তার অতিরিক্ত ধারায় ভাসিয়ে নিয়ে যাবে করাল গ্ৰাসে সম্পদ, বন্ধন সব ছিন্ন করে দিয়ে… এ যেন আমাদের জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি– নানা ঘাতে-প্রতিঘাতে, রূপে-ছন্দে, অপেক্ষায়-আশায় ভরা প্রতিটি জীবন। এগিয়ে চলেছে প্রতিটি দিন নিত্য নতুন রূপে… কখনো নিশ্চয়তা নিয়ে নিচ্ছি আমরা শান্তির নিঃশ্বাস, কখনো বা অনিশ্চয়তা নিয়েই আমরা সমাধানের পথ খুঁজে চলেছি। শেষ নেই এই অনন্ত খোঁজের, অন্তহীন আশ্বাস, বিশ্বাস, অপেক্ষার, আশার– অপরিসীম উপলব্ধি মিশে আছে আদি থেকে অন্তিম লগ্নে…
আলাপী মনের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বজন সাথী ও তার পাঠকদের জন্য। স্বজন সাথীদের রচনা সম্ভারে সাজানো আলাপী মনের দৈনন্দিন – ‘সান্ধ্য বৃষ্টি’,’ঠিকানার খোঁজে’,’লালায়িত অক্ষরে’,’যে খুশী গুলো এখনও হারায়নি’,’অন্তরাল’, ‘মিলন অভিলাষ’,’তফাত’,’ছোট্ট দাবী’, ‘কৃষ্ণচূড়া’,’বহ্নি শিখা,’ ‘অলিখিত প্রেম’ …. উৎকর্ষতার বিচার করার দুঃসাহস নয়, মনে অনুরণিত হওয়া আরো অনেক রচনা আমাদের সমৃদ্ধ করেছে।
শুভকামনা সবার জন্য।

Exit mobile version