কবিতা

ঈর্ষান্বিত

ঈর্ষান্বিত
-সানজিদা শোভা

 

 

রোজ ঠিক ভোরে নিয়ম করে আমার প্রিয় বার্তাটা মুঠো ফোনে পাঠিয়ে দিবি ক্ষন…
ওটাই যে আমার সারাদিনের অক্সিজেন।
রোজ সকাল গড়িয়ে দুপুর নামবে যখন
আমার চোখে আর চোখে দৃষ্টি রাখবি ক্ষন…
ওটাই যে আমার তোমাতে বিভোর হবার ক্ষন।
রোজ দ্বিপ্রহরে আমার ফোনে নিয়ম করে ঘন্টা বাজাবি
নয়তো তোর সঙ্গে আমার চলবে মন কষাকষি।
রোজ বিকেলের হাওয়া তোকে এক ঝলক নিয়ম করে দেখতে দিবি আমায়…
নয়তো বিষন্নতায় ডুববে আমার হৃদয়…
বেলা শেষে রোজ সন্ধ্যা হবে যখন..
লোকের ভীড়ে কর্ম ব্যস্ত হবি তুই তখন..
আমি তখন একলা ঘরে তোকে নিয়ে নীল কাব্য করবো চয়ন…
রোজ রাত্রিরে তোর নীড়ে ফিরবি যখন…
তোর কন্ঠ স্বরে..
আমার সারাদিনের অপেক্ষার দহন কিছুটা নিভবে তখন
তবে বুকে ভেতরটা ঈর্ষান্বিত হবে এই ভেবে…
কেনো আমার প্রতিটা রাত্র হলোনা তোর বুকেতে শয়ন।

Loading

Leave A Comment

You cannot copy content of this page