
লুণ্ঠিত কোহিনুর
লুণ্ঠিত কোহিনুর
-অমল দাস
অভাবেও নেই অনুভবেও নেই
আছো বহু যোজন দূর,
কল্লোলিনী স্রোতে যদি ভেসে আসো
একদিন মিলবে আবার সুর।
গল্পেও নেই কাব্যেও নেই
তুমি মধ্য গগনের নুর ,
শুভ্র কলি হয়ে যদি বাগে আসো
আবার পুলকিত হবে হৃদয়পুর।
আনন্দেও নেই নিরানন্দেও নেই
তুমি লুণ্ঠিত কোহিনুর,
যদি সদা প্রবাহের বাতাস হয়ে আসো
শ্বাসে-শ্বাস নগ্ন হবে ভগ্ন দুপুর।
দৃশ্যেও নেই মম বিশ্বেও নেই
ললাটে রাঙিয়েছো সিঁদুর ,
শাশ্বত পুনর্জাত রূপে যদি আসো
সেবার হবে প্রতিবিম্বের মুকুর ।

4 Comments
Anonymous
বাঁধন হারা ডাকে বাজতো যদি সুর
লুন্ঠিত নয়, দীপ্ত হয়ে থাকতো কোহিনুর
মর্মে ঠাঁই পায়নি কভু ললাটের সিঁদুর
হৃদয় মাঝে আসন পাতা, চাইনা কোনো মুকুর।
অমল দাস
দারুণ দারুণ, অশেষ ধন্যবাদ প্রিয়
Anonymous
Very Very Nice
অমল দাস
ধন্যবাদ