লুণ্ঠিত কোহিনুর
-অমল দাস
অভাবেও নেই অনুভবেও নেই
আছো বহু যোজন দূর,
কল্লোলিনী স্রোতে যদি ভেসে আসো
একদিন মিলবে আবার সুর।
গল্পেও নেই কাব্যেও নেই
তুমি মধ্য গগনের নুর ,
শুভ্র কলি হয়ে যদি বাগে আসো
আবার পুলকিত হবে হৃদয়পুর।
আনন্দেও নেই নিরানন্দেও নেই
তুমি লুণ্ঠিত কোহিনুর,
যদি সদা প্রবাহের বাতাস হয়ে আসো
শ্বাসে-শ্বাস নগ্ন হবে ভগ্ন দুপুর।
দৃশ্যেও নেই মম বিশ্বেও নেই
ললাটে রাঙিয়েছো সিঁদুর ,
শাশ্বত পুনর্জাত রূপে যদি আসো
সেবার হবে প্রতিবিম্বের মুকুর ।