অলীক-প্রেম
-রুদ্র প্রসাদ
দিনমানেই চলে অলীকের সন্ধান,
ভাঙা-গড়ার মাঝেই ধাবমান ;
ফানুসেরা সব মিথ্যায় বলবান,
স্বপনে ত্রিভঙ্গে নাচে মন-প্রাণ ।
চাহিদারা নিত্য পসরা সাজায়,
কল্পসুখ-শিখা হরষে সেথায় ;
নিদারুণ প্রেম বেহাগ বাজায়,
লাজে-আধো প্রস্ফুটিত হায় !
সবই রঙীন ভালোবাসা কাননে,
বিলিয়েই যাওয়া এই জনমে ;
সময় রাখে ছাপ, ক্লিষ্ট আননে,
প্রেম সত্য-শুদ্ধ, ক্ষত মরমে !
ভালো রাখার প্রচেষ্টা সামগ্রিক,
অনুভূতিগুলো সবই ঐচ্ছিক ;
মানিয়ে মেনে নেওয়া ঐকান্তিক,
হাস্যে কুশল বিনিময় মৌখিক ।
বেদনার বিষ প্রোথিত অন্তরে,
নিস্তেজ শোণিত ক্রমশই ক্ষরে ;
ক্ষয়িষ্ণু কায়ার পরিণতি অঙ্গারে,
বিধিলিপি খণ্ডাবে কেমন করে ?
মানাভিমান সব একাকার দরশনে,
বাসনারা কেমন অবসন্ন মনে ;
আত্মা অন্তর্হিত স্বেচ্ছা নির্বাসনে,
পরজনমেই মিলব তব সনে ।।
অনবদ্য সৃষ্টি,তবে মিলন পরজনমে কেন??
ধন্য যোগে কৃতজ্ঞতা সতত দিদি, প্রশ্নের উত্তরে বলি, আমি আশাবাদী মানুষ, স্বপ্নগুলো বেঁচে থাকুক আশায়, এই জন্মে না হলেও পরের জন্মে পূরণ হবে সব স্বপ্ন, হবে অধরা মিলন – এই আশাই করি, আশা করি বোঝাতে পারলাম, ধন্যবাদ, শুভ আগামী ।