ও নদী
-প্রসেনজিৎ রায়
একদিন তোর নেওয়াশি গাছের উপর
দেখেছিলাম জোনাকির ম্লান আলো,
কুটিরে কুটিরে বেঁধেছে তারা বাসা, যেন তার ভেতর ৷
দেখেছিলাম তোর দূর্বা ঘাসের ওপর…..
রামধনুর সাত রং ,
যখন শিশির করত ঢং ঢং ৷
তোর র্নিজন মাঠে পাখীরা ছোটে,
ছুটে তার সাথে শরতের ভেলা
তোর ঐ পারে,কে যেন নরম হাতে ,
গড়েছে কাশফুলের মালা ৷
‘গিলান্ডী’ একাকি তোমার চরে শুয়ে শুয়ে খুঁজেছি কেবল,
পড়ন্ত বিকেলে লাল মেঘ আর রাতের কালো ,
নীল আকাশে হলুদ জ্যোৎস্না বালুকার চিকি-চিকি আলো,
সেই সব সাধ মেটেনি আজও আমার ,
আজো আছে তোমার কাছে আবদার,
তাই এখনো খুজি তোমার কাছে ,খুজি সেই চাদর ৷৷