Site icon আলাপী মন

স্বীকৃতিপত্র

স্বীকৃতিপত্র
-সুচিত্রা চক্রবর্তী

 

 

হাতের তালুতে ভাগ্য রেখায় ভাঁজ পরা কপালে,
রিনিঝিনি চুড়িতে, রুনঝুন নূপুরে কোথাও নেই,
তুমি শুধু নিঃশব্দে বুকের খাঁচায়, শিরায় উপশিরায়,

গোপন ইচ্ছায় অকারণে ভেসে যাওয়ায়,

অবাধ্য খোলাচুলে অগোছালো বর্ণমালায় ,

ডাক নামে কবিতার খাতায় লাল শাড়িতে ফুলের গহনাতে,

আঙুলের ডগায় টুপটাপ ঝরে পড়া নোনা ভালোবাসায় ;
স্মৃতির দেওয়ালে,কন্ঠের ভিটায়, মন খারাপির
আরশিটায়, অদম্য ভালোলাগায়, হাসনাহেনার
সুবাসে,ঝুকে আসা চাঁদের আলোয়, নুয়ে পরা মাধবীলতায়,

আগুনলাগা ফাগুনে স্পর্শহীন ভালোবাসা মুগ্ধতায় ভরপুর আবেগী ভাষা।
আমাদের নিজস্ব কিছু নেই, যা আছে আর-
যা থাকবে সব কবিতায়, ছোঁয়াছুঁয়ির গল্প নেই,
দেয়ানেয়া নেই,রাগ অনুরাগ আছে, আবদারি
বায়না আছে, আঙুলে প্রেম আছে,

কষ্ট পেলে তুমি আছো পাশে মাথায় ছাউনি আছে এমন কিছু বিশ্বাসে ভালোবাসা বেঁচে আছে।
আমাদের প্রচুর তৃষ্ণা আছে কিন্তু জল নেই,
আদূরে ডাক আছে আধো আধো বোল আছে;
হাতের উপর হাত আছে কিন্তু একসাথে চলার
অঙ্গীকার নেই, মাঝে মাঝে দুজনেই স্বার্থপর
পর্দায় আড়াল, কারণ কপালে লালটিপ নেই,
শুদ্ধ অনেক কিছুই আছে অশুদ্ধ লিখি চিঠিগুলো, অসাবধানী কথা যত কবিতায়,
এছাড়া আমাদের আর কিছুই নেই,তুমি অভিমানে বলেছিলে পাত্তা দেইনা

তাই আজ স্বীকৃতি দিলাম ভালোবাসি প্রত্যয়ে আরো  গভীরে বেঁধে নিলাম।

Exit mobile version