রক্তে বাংলা

রক্তে বাংলা
-কৃষ্ণ বর্মন

 

 

রক্তাক্ত বাংলা নয়,
রক্তে বাংলা চাই।
যে বাংলা একুশের হৃদয়ে
ফুটিয়েছে চেতনার কৃষ্ণচূড়া ফুল,
সে বাংলার জন্য গলিপথ আবার মিশুক রাজপথের মিছিলে।
স্মৃতির ফলকে শ্যাওলা আচ্ছাদিত ঊনিশে মে
শিলচরের রক্তস্রোতে প্লাবিত করুক প্রতিটি শিরা-উপশিরা।

আমাদের রক্ত আধুনিকতা বিরোধী নয়।
শুধু আধুনিকতার মাদক সেবনকে ধিক্কার জানায়
এই রক্তের রক্তরস-রক্ত কণিকা।
বিজাতীয় ভাষা আহরণের নামে
যারা বাংলা ভাষার দূষণ ঘটায়
তাঁদের রক্তে প্রবাহিত হোক
আপন ভাষায় কথা বলার গর্ব।
যারা চলনে বলনে নব্য শব্দ ভান্ডারের নামে
ভাষার শরীরে দূরারোগ্য ক্যানসার কোষের জন্ম দেয়
তাঁদের মুখোমুখি দাঁড়িয়ে
সরাসরি প্রতিবাদী দুঃসাহসের নাম-‘রক্তে বাংলা’।
সমাজ মাধ্যম কিংবা সমাজের মাধ্যেমে
যারা আমার বাংলাকে বিকৃত করে
নিজেরা বিক্রীত হয় মানসিক বিকারের কাছে
তাঁদেরকে ঘরে ফেরানোর বিনম্র প্রচেষ্টা
আর ভালবাসার নাম -‘রক্তে বাংলা’।

সংকরায়ন নয় সংস্কার হোক
আমাদের ভাষা সংষ্কৃতি।
ওপার বাংলা যদি পারে
পারবে এপার বাংলাও,
পারবে এ বিশ্বের আপামর বাঙালী।

তাই তো এই যুদ্ধের ডাক,
রক্তপাতে আর নয় বাংলা
শুদ্ধ বাংলার বিশ্বযুদ্ধে
নির্ভীক সৈনিক-‘রক্তে বাংলা’।

Loading

Leave A Comment