সৃষ্টি আমার বদ্ধ পাগল

সৃষ্টি আমার বদ্ধ পাগল
-প্রতিভা ময়ী দে

 

সৃষ্টি আমার বদ্ধ পাগল
বৃষ্টি করে অজান্তেই
কৃষ্টি রেখে আপন মহিমার
দৃষ্টি রাখে সৃজনের।
মিষ্টি মধুর সময়গুলো
হয়ে যায় সময়ে মন ভুলো
তবুও যেন সে গুলোর
রেখে যায় ধুলো।
কখনও ঝড়,কখনও বাদল
পরিবর্তনশীল আদল।
ঘুরে ফিরে সৃষ্টিরা সব
নৃত্য করে অবিরল।
সেই শূণ্য মিলিয়ে সৃষ্টি
এনে দেয় নিত্য নূতন কৃষ্টি,
ধরা সুন্দর হয় সেই অপরূপ
দেখে মন অবাক, চুপ
শুধু অবলোকন হয়ে বিহ্বল
নিয়ে যাও শুধু অনুভব
এই সত্যে না হয়ে বিব্রত
সঙ্গী হয়ে যাও নিয়ত
এই তো কাব্য হয়েছে তৈরী সর্বত্র
তাইতে ডুবে আছি আমরা যত।

Loading

Leave A Comment