Site icon আলাপী মন

অন্দরমহলের চারুলতা

অন্দরমহলের চারুলতা
-সানজিদা শোভা

 

অন্দরমহলে যে চারুলতার বাস…
তার চারপাশটা বিষণ্ণতা প্রকষ্ঠের বেরাজালে ঘেরা..
সে এক বিষন্নময়ী…
চঞ্চলা হরিনীর ন্যায় ছিলো তাহার কৈশোরকাল..
দাপিয়ে বেরোতো পুরো পাড়া।
চারুলতার সুলভ ছিলো সত্যতায় পরিপূর্ণ,
লেখাপড়ায় বেশ পটু…
মেয়ে মানুষ বলে কথা,
সমাজের অন্দরমহলে তাহারা বন্দিনী..
চঞ্চলতা স্বভাবে থাকলেও
তাহাদের লাল শাড়ীর শিকল বেঁধে দেয়া হয়।
চারুলতাও প্রকৃতির নিয়মে যৌবনে পা রাখলো একদিন!
তাকেও বেঁধে দেয়া হলো অন্দর মহলের লাল শিকলে..
এখন তার জীবন ঐ চারটি দেয়াল আর কিছু সংখ্যক লোকের মধ্যে সীমাবদ্ধ..
বাহিরে না বেরনোর করা নির্দেশ ..
বাপের বাড়ী যাইবারও তাহার নেই অনুমতি,
পন দিয়া কিনিয়া লইয়াছেন যে তারে তাহার স্বামী।
সে এখন আর চঞ্চলা হরিনী নয়..
এখন সে এক অন্দরমমহলের বন্দিনী…
যার চারপাশটা বিষন্নতার মরুভুমি।

Exit mobile version