Site icon আলাপী মন

বাংলার সমাজ

বাংলার সমাজ
-রুদ্র প্রসাদ

 

 

মিথ্যার পসরা সাজিয়ে উন্মত্তলীলায়,
মেতে উঠেছে সমাজ । পরিবেশ ভরে
গেছে ঠগ, জোচ্চোর, প্রবঞ্চক আর
বদমাশের দলে । অলি-গলি পরিপূর্ণ
জুয়ার আড্ডায় ; মদের ঠেকের গন্ধ,
এখন আর বিশ্রী লাগে না । লাস্যময়ী
ললনার বেহায়াপনায়, এই সভ্যতার
উন্নতির সোপান অস্তাচলগামী, শৈশব
শুধুমাত্র ছাপার কালো হরফেই বাঁচে,
তথাকথিত পুরুষমানুষদের ব্যবহারে,
পথের কুকুরও লজ্জায় পথ ছাড়ে,
ধর্ষণই যেন আদর্শ পৌরুষের স্বীকৃতি !
হাড়ে হাড়ে বুঝতে পেরেছে প্রত্যেকটা
সাধারন মানুষ, ‘আজ তাদের দুর্দ্দিন’ ।
মাতাল, চরিত্রহীন, আঁধারের পথিক,
খুনী – এরাই আজকের আমাদের এই
সমাজের ধারক-বাহক, ভাগ্যবিধাতা,
মধ্যমণি । প্রশাসন ? সেও তো আজ
প্রহসন বলেই খ্যাত । তাই তো নির্ভীক,
স্পষ্টবাদী, ফুটপাত আবাসীরা হয়েছে
আজ বুর্জ্জোয়া । আজ শোষণ করেই
কালোবাজারীরা হয়েছে কোটিপতি !
সর্বহারা, অসহায় শোষিতের মরমীয়া
নেতা-নেত্রী !!! নেশা-ভাঙের মূল্যটা
আকাশছোঁয়া হলেও দুধের দাম মাত্র
সামান্য কয়েকটা টাকা ! জীবনদায়ী
ঔষধ সাধারণের সাধ্যাতীত ! ব্যাঙের
ছাতার মতন গজানো আধুনিকতার
নির্লজ্জ ধ্বজাধারী ম্যাসেজ পার্লারে
চলে, আজ স্বেচ্ছাচার, অনাচার আর
ব্যাভিচারের দিন । আগামী প্রজন্মের
ভবিষ্যৎ ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু, ক্ষীণ থেকে
ক্ষীণতর হয়ে চলেছে আজ মাদকের
ধোঁয়ায় আর জুয়ার ফেরে । ঘুষ ছাড়া
কাজ পাওয়া মুশকিল ! ভরণপোষণ
চালানোই দায় আজ দুর্মূল্য বাজারে ;
শিক্ষা বর্তমানে মূল্যহীন, ভঙ্গুর দর্শনে
আজ পঙ্গু মানবতাবাদ, টেবিলের নীচে,
গোপন বিনিময়েই হয় মূল্য নির্ধারণ !
যোগ্যতা ? হয় কব্জির জোর, নয়তো
খুঁটির, নতুবা গ্যাঁটের, এসবই মূলতঃ
মাপকাঠি, মেধারা নিমজ্জিত, ন্যুব্জ
হতাশার এই আঁধারে ! আজকের এই
সমাজে গনতন্ত্র কেবলই আভিধানিক,
স্বৈরতন্ত্র নাম । হিংস্রতা আর বর্বরতা,
অস্ত্র-শস্ত্র নিত্যসঙ্গী । পৈশাচিকতার
উন্মাদনায় নিগ্রহ, নৃশংসতা — সবই
রাজার সেই মহান উদারিকরণ নীতির
আর এক নাম !!! পশুত্বের কাছে হার
মেনেছে মমত্ব, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ।
কখনও সামান্য, ছোট ঘটনা, কখনও
অস্ত্র-মিছিল, কখনও কন্ডোম-লাঞ্ছিত
ত্রিশুল, কখনও বা জাত-ধর্মের নামে
বজ্জাতি…; বিশৃঙ্খলা সর্বত্র, সর্বস্তরে
আজ, কি করে বলব, ”এ আমারই
বাংলা-মা, আমারই বাংলা সমাজ” !!!

Exit mobile version