আকাশের কান্না

আকাশের কান্না
-বিপুল রায়

তোর এ অবিশ্রান্ত কান্না
কবে বন্ধ হবে শুনি?
তোর কান্নায় হচ্ছে বন্যা
হাসিমাখা দিন গুনি।

তোর কারণে রৌদ্র নেই
নেই শুকনো পথ-ঘাট
বসে থাকি বারান্দাতেই
যাই না বাজার-হাট!

কাঁদিস কেন এভাবে রে
দিন-রাত্রি সারাক্ষণ?
কাঁদিস না রে দুঃখ করে
শান্ত কর তোর মন।

মূল্যহীনের মতো আর
ফেলিস না তুই জল
কেউ দেবে না মূল্য তার
সবই হবে বিফল।

Loading

Leave A Comment