Site icon আলাপী মন

শিরোনামহীন

শিরোনামহীন
-সুচিত্রা চক্রবর্তী

অথচ আয়না ভেঙ্গে চুরচুর তবুও স্পষ্ট
দেখা যায় তাতে তোর সোনামুখ!
আঘাতে ক্ষত-বিক্ষত এ’বুক
খন্ডিত দেহের প্রতিটি অংশ আর,
উষ্ণ রক্তের প্রতিটি ফোঁটা বলছে তোর কথা!
দরজা জানালা বন্ধ গুমোট আঁধারে আমার বাস
স্বপ্ন দেখার দু’চোখ শুধু জেগে,
জড়তা ভর করেছে শরীরে!
নিষ্ঠুর পাষানে বেঁধেছি বুক,
যন্ত্রণার মুখে কাপড় গুঁজেছি শুনবেনা কেউ
কাকে দেখায় বলতো?
আকন্ঠ গিলছি তিরস্কারের বিষ
বেদনার বালুচরে বেঁধেছি ঘর!
মনে নেই কারোর আজ আমার পরিচয়
প্রয়োজনের মাদুরে নামে লিখে গেছে
কেউ আমি তার আজন্মের জন্য পর,
ক্ষতি নেই একবিন্দুও আমার হাড় মাংস রক্তে
যদি জীবন ফিরে আসে অন্য কারোর!

Exit mobile version