শরণার্থী
-কৃষ্ণ বর্মন
উৎপাটিত বিতাড়িত আগাছাগুলো জলের তোড়ে ভেসে চলেছে,
কূলের কাছাকছি বিশ্রাম ওদের জন্য নয়।
পালে পালে আস্তানাহীন মেষ শাবক
এসে উপস্হিত মরুভূমির প্রান্তে।
ওরা অবাঞ্ছিত,নিষিদ্ধ।
এক ফোঁটা তৃষ্ণার জল তো দূরের কথা
একটু ছায়াও নেই ওদের জন্য।
ওদের সরন নেই,
ওদের মুক্তি মরণে।
ওদের অস্তিত্ব বিপন্ন,
তাই ওরা আজ শরণাপন্ন।
একদিন সবাই কক্ষচ্যূত হবে।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেনা কেউ।
ধীরে ধীরে সবার অলক্ষ্যে নিজের বিপক্ষে যাবে নিজেই।
সেদিন নিরপেক্ষতার অভিনয় করতে করতে
সবাই হয়ে উঠবে শরণার্থী
কারণ সম্পূর্ণ পৃথিবাটা সেদিন
স্বেচ্ছায় মরণকামী।