Site icon আলাপী মন

সাধ

সাধ
-প্রসেনজিৎ রায়

কেনো আসলাম? অপবাদ বিরহ যন্ত্রনার জন্য?
ঘুরে ফিরে আবার হলাম হন্যে।
আবার অপবাদ আবার সেই ঘৃণা
ঘুরে ঘুরে আজও মিটলো না তৃষ্ণা।
সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে – – –
গুমরো মুখে চেয়ে আছে আকাশ
শরীর ছয়ে পুড়িয়ে দিচ্ছে বাতাস।
থমকে যাচ্ছে নদী নালা
শুধু থমকায়নি আমার নালির শ্বাস।

তবুও যে মনে হয় বেঁচে থাকি
ছুঁয়ে দেখি আরো বহু দিন
শিউলির গন্ধে জ্যোৎস্নার আলোয় ছুটি আরো ছুটি
শেষমেষ পাখির বাসায় জুটি।
যেখানে জোনাকিরা আলো দেয় রাতে
যেখানে জ্যোৎস্না ভাতবারে পাতে।
যেখানে হরিণের তালে নাচে কচি ঘাস
যেখানে রামধনু ছড়ায়ে চারপাশ।
ফুল বনে পরিদের আজও সেই সাজ
তার সাথে প্রজাপতি আর হিমেল বাতাস।
এই সব রূপে আমি আছি ডুবে
তাই ইচ্ছেরা ছেড়ে যেতে চায় না,
তাই ছেড়ে যেতে ইচ্ছে করে না।।।।

Exit mobile version