Site icon আলাপী মন

আরও একবার ভিজবো

আরও একবার ভিজবো

-মৌসুমী সাহা মহালানাবীশ

প্রেমিকের হৃদয় চেয়ে থাকে আজও তোমার প্রতীক্ষায়!
নূপুর পা’য়ে,এলোকেশী চুলে এসো বিকেলটি বেলায়!!
আরও একবার ভিজবো মোরা রিমঝিম এ ধারায়!
দুটি হৃদয় আবার ফিরুক স্রোতের মোহনায়!!
আবার নাহয় ভিজবো মোরা দহনেরই জ্বালায়।

তোমার চলার ছন্দে আজও মন কেঁপে কেঁপে ওঠে,
বিদ্যুতের ঝলকানি যেন তড়িৎ গতিতে ছোটে!
আরও একবার ঢাকবে মাথা আমার খোলা শার্টে!
আঙুল স্পর্শ করে যাবে তোমার গোলাপি ঠোঁটে!!
আবার নাহয় ভিজবো মোরা পুরোনো স্মৃতির মাঠে।

বৃষ্টি তুমি অঝোর ধারায় আমার আঙিনায় ফেরো,
বৃষ্টি তুমি শ্রাবণীকে ফিরিয়ে আনতে পারো ?
সাক্ষী ছিলে তুমিও জানি আমার ভালোবাসায়!
নৃত্য আমি সাজিয়েছি বাসর বুকের কিনারায়,
আবার নাহয় ভিজবো মোরা সোহাগ ভালোবাসায়।

কাজল কালো ডাগর চোখে আরও একবার ভাসবো
বৃষ্টি তোমায় হাত বাড়িয়ে আরও একবার মাখবো!
ব্যাকুল মনের বায়না তবে আরও একবার রাখো,
শ্রাবণীকে সত্যি সত্যি আরও একবার তুমি ডাকো!!
আরও একবার ভিজবো নাহয় আমরা দুজন মিলে।
প্রেম সাগরে মিলিয়ে যাব বৃষ্টি তুমি ছুঁলে——!!

Exit mobile version