Site icon আলাপী মন

তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায়

-কমলেন্দু বর্মন 

আমি তোমায় দুঃখ দিতে চাইনি, তাই ভালোবাসতেও করেছি অনেক ভয়,
আমি তোমায় টেনেছি অনেক কাছে, তাইতো আজি কষ্ট মনে হয়।
আমি আকাশ পথে ছুটে চলেছি একা, চাইনি কভু চাঁদের পানে ফিরে
আলোর রেখা ফিরিয়েছে মোরে সদা, আঁধার মোরে রেখেছে সদা ঘিরে।
আমি উজান পথে ভাসাইনি মোর তরী, ভাটির টানে ভাসিয়েছি মোর গা
ফিরিয়ে তুমি নিয়েছো তোমার কুলে, আমার ডাকে দিয়েছো তুমি সাড়া।
কুল ভাঙা ঢেউ ঝর তুফানের দিনে, দিয়েছো মোরে তোমার বুকে ঠাঁই,
কত স্মৃতি আজ স্মৃতিতে রয়েছে গাঁথা,ভাঙা নায়ে মোর মন ভাঙা স্মৃতি নাই।
আজ বুঝি মোর সময় এসেছে শেষে,তাইতো আমার নোঙ্গর দিয়েছ ছেড়ে,
তোমার তীরে ভিড়াবো না মোর তরী ভাটির টানে ভাসবো ভাটির দেশে।
শ্যাওলার মতো কিছু কিছু মোর স্মৃতি, হয়তো তোমার কুলেই রয়ে যাবে,
নতুন কোন ভিড়বে যেদিন তরী,স্মৃতিগুলি মোর ভাসিয়ো তাহার ঢেউয়ে।
স্রোতের টানে যেদিন ভাসিবে তুমি, একটু খানি মনে করে নিও আমায়,
মোহনার কোন বালুচরের বুকে, তোমার তরী তোমার অপেক্ষায়।।

Exit mobile version