পথভ্রান্ত মেঘ

পথভ্রান্ত মেঘ
-প্রতিভা দে

মেঘমালারা হারিয়ে ফেলেছে দিক
ঘুরছে পথভ্রান্ত হয়ে,  মিলেছে না পথ ঠিক
কোথাও একটু দাঁড়িয়ে আবার কোথাও ঘুরপাক খেয়ে
ছুটছে কোথায় ও পথ পেয়েছে বলে।
তাদের কোন দিন রাত নাই
তারা সকল অবস্থায় সমান তাই
অন্ধকারে বিদ্যুৎ আছে সঙ্গী
তাদেরই সমান সুযোগ সুবিধা
উড়ে চলে বাঁধাহীন পথে দিকবিদিক।
তপ্ত সূর্য্য যখন করে নাজেহাল
সেই দিকে ধায় আর্ত কন্ঠ শুনি
শ্রাবণ ধারায় ঢেলে করুণ অরুণকে শান্ত করে।
এ খেলা আছে বলে পৃথিবী বেঁচে আছে রে।

Loading

Leave A Comment