বিস্ময়
-নীলোৎপল সিকদার
অনন্ত রহস্যভরা এ পৃথিবী
পলে পলে অনুপলে ধ্বনিত- প্রতিধ্বনিত…
আকাশ-বাতাস-গ্রহ তারা,
সাগর-নদী-পাহাড়-নিবিড় ঘন অরণ্য,
বহু বর্ণিল বহু আকার প্রকারের প্রাণী,
ধুলি-মাটি- চন্দ্র-সূর্য-মেঘ-বৃষ্টি-ঝড়,
সবই দুর্বোধ্য জটিল রহস্যঘেরা…
মানুষের মন কালে কালে যুগে যুগে
জানতে চেয়েছে বুঝতে চেয়েছে,
কি-কেন এবং কে এ অপার রহস্যের সৃজনকারী?
বোধদ্বীপ্ত অনন্ত জিজ্ঞাসার উত্তরে
ভয়- বিস্ময়ে মানুষ ভৌতিক শক্তি,
অলৌকিক শক্তির কল্পনা করেছে,
বুদ্ধিবৃত্তি সম্পন্ন সৃষ্টি জগতের এ সেরা প্রাণী,
মানুষ এ ভাবেই জানতে চেয়েছে- উত্তর খুঁজেছে…
প্রাথমিক ধারনায় মানুষ মন গড়া কল্পনায়,
যার যার মত এ প্রশ্নের উত্তর পেয়েছে
কল্পনা আর অতি কল্পনায়…
মানুষের বুদ্ধি বিকাশ-জ্ঞান বিজ্ঞানের ক্রম অগ্রতিতে,
বিস্ময়কর ভাবে মানুষের চেতনায় এসেছে
নির্গুণ নির্বিকার নিরাকার অসীম শক্তির আধার
প্রেম করুনাময় আনন্দঘন ঈশ্বর…
সসীম মানুষের চিন্তা চেতনায়
অসীম ঈশ্বরের কল্পনা করা-চিন্তা করা
কঠিনতর দূরদর্শী আশ্চর্য একটি ঘটনা…
ভাষার ক্রমবিকাশের সাথে সাথে
যুক্তির কষ্টিপাথরে যাচাই করে,
ঈশ্বরকেই সৃষ্টি- স্থিতি-রক্ষা-পালন ও বিনাশের সর্বশক্তিমান কর্তা বলে
পরম ভক্তি আর আদরে বিশ্বাস করেছে….
সসীম মানুষের পক্ষে ঈশ্বরের চিন্তা করা
একটি মহা বিস্ময়কর অর্জন,
অপার বিস্ময়কর জ্ঞান লাভ…
জ্ঞান বিকাশের ঊষালগ্নে এই কল্পনার ঈশ্বর,
যুক্তি আর বিশ্বাসে আজ বহু নামে বহু বর্ণে বিভূষিত,
পূজিত আরাধ্য এবং মানুষের শেষ আশ্রয়…