রূপান্তর
-সঙ্কর্ষণ ঘোষ
একটা সে’রকম দিন আসবে,
রোজকার, চামড়া-পোড়ানো রোদ্দুরের থেকে
একটু আলাদাই একটা…
নিরুৎসাহী অপেক্ষার দিন।
যখন একটা ভাবনাও,
হৃদয়ের কোনো খবর নেবেনা
বিগত কয়েক বছরে পাঠানো চিঠির মতোন।
নতুন বিষয়ের অন্তঃস্থল বিদ্ধ করতে,
ফের একজোট হবেনা ফর্সা কাগজ, কালচে নিব।
কাব্যি করার বেয়াড়া মৌতাত,
হঠাৎই কেটে যাবে নতুন কোনো দুপুরে বাতিকে।
দম ফুরানো ঘড়ির অ্যালঝাইমার্সের ডাক্তারিতে,
দুম করেই রাইটার্স-ব্লকের ওষুধ খুঁজবো সেদিন।
প্রাক্তন প্রেমিকার উপহারের ওপর পুরু ধূলোতে,
শ্মশানযাত্রা আটকাতে মুখের ফেনা তুলে দেবে;
বহুপ্রশংসিত কবিসত্ত্বা… ।
সে ফুঁপিয়ে ফুঁপিয়ে ন্যাকামির দিনে…
পোড়া ছাইয়ের গাদা থেকে ডানা মেলতে চাইবে,
বাস্তবের ফিনিক্স… ;
প্রকৃতি, প্রেমিকা, পুরাণে, পরাণে খুঁজে নিতে
এ ডিপ্রেশনের থাবা থেকে চিরমুক্তি।
বুঝে ওঠার আগেই কখন… ;
কবি থেকে আঁতেল হয়ে যাবো কে জানে