Site icon আলাপী মন

ঝরা পাতা

ঝরা পাতা
-সুচিত্রা চক্রবর্তী

যদি চলে যাই দূরে বহুদূরে
না ফেরার দেশকে ভালোবেসে
ফিরে আসি অথবা না আসি
তবু জেনে রাখো ভালোবাসি।
আপন হতে যারে করেছো পর,
অবহেলায় যারে দিয়েছো ভাসিয়ে
বসন্তের দিনগুলো যদি কাঁদায় কখনো,
ঘুম ভেঙ্গে যদি দেখো আমি পাশে নেই
অথবা খালি পরে আছে আমার সাধের
কবিতা বাড়ি, বাগিচায় থরে থরে ফুটে
আছে ফুল, বেলীর সুবাসে মাতিয়ে যায় দুকূল
যদি খুঁজে দেখো আমি নেই অথচ ছিলাম একদিন,
তোমার না চাওয়ার পাশে বসে আছি আমি
আজ ইচ্ছেরা নিতান্তই অসহায়।
তবুও বলে যাই শেষ দিনে শেষ বসন্তে
আমার কবিতায় তুমি বাস করেছো
ভালোবাসি বলে একান্তে অবলীলায়।
আজ যদি ফুরিয়ে যায় ভালোবাসা
যদি ভালোবাসো “হেমন্তকে ”
তবে মনে রেখো আমি মিশে আছি
পাতা ঝরার দিনে বিষন্ন বিকেলে
এক টুকরো আগুন ভালোবাসা হয়ে।

Exit mobile version