আত্মকথন
-রুদ্র প্রসাদ
কেউকেটা নই, অতিসাধারণ আমার পিতা,
মা দীক্ষাগুরু, পরিচয়ে জনমদুঃখিনী সীতা ।
ঘরহীন ঘরামী আমি, সাজাই না বলা গাথা,
যেমন কালের হাতে শুকনো এক ঝরা পাতা ।
দর্শনে সুখ লভী মানুষের মুখের অমলিন হাসি,
চিন্তনে দুঃখী হই, আগামীকে যে ভালোবাসি ।
অবক্ষয়ের সমাজ আজ ভীষণ বেদনাদায়ক,
মানবতার সুর বিলিয়ে ফিরেই হয়েছি গায়ক ।
অজানার অচেনা পথই যে আমার আলিঙ্গন,
অভিসারে সমাজের জাত-ধর্ম-শ্রেণীর বর্জন ।
জীবন প্রেমের জয়গানে হোক সোচ্চার গগন,
হৃদয়ের পোষণ শুধুমাত্র সুদৃঢ় মানব মনন ।
উচ্চারণে যে আমার নতুনের উদাত্ত আবাহন,
দূষণহীন ভবিসভ্যতার ভরসাই আমার ভাষণ ।
পরিচয়ে আমি তোমাদেরই সামান্য এক সাথী,
সাকিন নেই, বাসস্থান যে সারা প্রেমময় পৃথ্বী ।।
সুন্দর লেখনী
ধন্যবাদ অশেষ…।
কিছু কথা মন ছোঁয়া, কিছু কথা ব্যথা দেওয়া
মনের কথাগুলো নিজের মতো করে বলার চেষ্টা করেছি মাত্র, অজান্তে ব্যথা দিয়ে থাকলে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী, ধন্য যোগে কৃতজ্ঞতা সতত দিদি…।