আমি এক ভাবি নারী

আমি এক ভাবি নারী
-সাগর চক্রবর্তী 

দুষ্টু রে তুই আসিছ কেমন খবর কিছুই নেই কেন,
ফেসবুক বা হোয়াটসএপেও আসিস না বুঝি কখনো ?
বড্ড তোরে পড়ছে মনে সকাল,বিকেল সন্ধ্যে,
জানিস না তুই যে আছিস আমার খববের প্রতি ছন্দে ৷

তাই তো তোরে লিখছি চিঠি একবার নিস পড়ে,
পড়ার পড়ে ছিঁড়ে ফেলিস টুকরো টুকরো করে ৷
উত্তর তুই দিবি না জানি তবুও সাহস করে,
লিখে পাঠালাম জমানো কথা অতীব যত্ন করে ৷

মনে পড়ে তোর সেইসব দিন! যখন সূর্য ওঠার আগে,
ঘুম ভাঙিয়ে দিতিস আমার দুষ্টু মিষ্টি অনুরাগে ৷
বলতিস তুই ” উঠবে কখন ” বেলা যে অনেক হলো,
রেডি হয়ে বেরোও কাজে আজ রোদ বেরোবে ভালো৷
মুখ ঝাঁঝিয়ে,সুর চড়িয়ে বিরক্তি নিয়ে চোখে,
যতই রাগি,জানতিস তুই ওগুলো আমারও ভালো লাগে ৷

বিকেল বেলা কাজের শেষে ঘরে ফেরার বেলায়!
দেখতাম ঠাঁয় দাঁড়িয়ে আছিস সেই কৃষ্ণচূড়ার তলায় ৷
চোখের ভাষায় কথা হতো, মুখ থাকতো নীরব,
জানা জানির ভয় টা ছিল বুঝতাম আমি সব ৷
রাত্রে আবার ঘুমের আগে নিশ্চিত তোর ফোনে,
স্বপ্ন এঁকে ঘুমিয়ে পড়তাম পৃথিবীর দুই কোণে,দুইজনে ৷

হঠাৎ আসা দমকা হাওয়ায় এলোমেলো,উদভ্রান্ত ধরা,
হঠাৎ কখন হারিয়ে গেলি আমায় করে দিশেহারা ৷
খুঁজেছি তোরে হেথায় হোতায় অনেক বছর ধরে,
অপূর্ণ হাজারো স্বপ্ন নিয়ে কেঁদেছি বিনিদ্র রাত্রি অঝোরে ৷
চলে গেলি তুই চিরতরে বুঝি ভেবে বিহ্বল ব্যাকুল,
জীবন সংগ্রামেও ব্যর্থ হলাম হারালাম সব কুল ৷

হঠাৎ সেদিন ব্যস্ত পথে চমকিত হয়ে দেখি,
অবিশ্বাস্য লাগছিল খুব ভাবছিলাম স্বপ্ন দেখছি নাকি ৷
পরণে তোর লাল পেড়ে শাড়ি সিঁথি চর্চ্চিত রাঙা সিঁদূরে,
রাজরাণী সম লাগছিল তোকে দেখেছিনু দাঁড়িয়ে অদূরে ৷
দুই হাতে তোর শুভ্র শঙ্খ রেশমী চুলের সুরভীতে,
নিষ্পলক আমি, আমি নির্বাক পারি নি কিছুই যে বলিতে ৷
কাছে এসে তুই,হসিত বয়ানে জিগাসিলি…”আছো তুমি কেমন?
এতো তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলে আগে তো ছিলে না এমন৷ ”
সূদর্শণ অতি জীবনসাথী শিক্ষিত, ভদ্র ,বিনীত তার আচরণ,
পরিচিতি দিলি অনেক বাড়িয়ে আমার যদিও থাকলো অনেক কিছুই গোপন ৷
ঠিকানা নিয়ে বিদায় জানিয়ে চেপে রেখে অব্যক্ত যত ব্যাথা ৷
” যাবো একদিন সময় করে ” দিয়ে ছিলেম তোরে কথা ৷৷

জীবনে আমার গোধূলী এখন শীত, গ্রীষ্ম কিংবা বরষা,
জাগতিক যত বিষ্ময়,ঘোর দেখি শুধু পুরু চোখের কাঁচটাই যে ভরষা ৷
আজকে দেখি পুরানো স্মৃতি ফিরে আসে বারে বারে,
লিখে ফেললাম চিঠিখানা তাই পাঠালাম শুধু তোর তরে৷
সুখে থাকিস,থাকিস ভালো জীবন ভরুক তোর খুশীতে,
মরণে’র আগে শুধু চাই একবার প্রাণ ভরে একটিবার তোরে দেখিতে ৷
সেই দিন না হয় সার্থক হবে আমার হাতড়ে খোঁজা ভালোবাসা,
মিলিয়ে যাবো তারাদের সাথে  ফেলে ব্যর্থ মলিণ যত উচ্চাশা ৷

Loading

Leave A Comment