Site icon আলাপী মন

চাতক তুই.

চাতক তুই
-কৃষ্ণ বর্মন

তোর ঘাতক চোখের চাতক পাখির জন্য
একট জলপ্রপাত এনেছি আমি বুকে করে।
অথচ তুই ফাগুনের আগুন দিনে
একটা মিথ্যে বৃষ্টির অপেক্ষায়
প্রতারক আকাশের দিকে চোখ পেতে বসে আছিস।
তোর যতটা না পাওয়ার তৃষ্ণা
আমার দেওয়ার তৃষ্ণা তার চেয়ে বেশি।

জলপ্রপাতটার খরস্রোত ক্রমশঃ আরো তীব্র হচ্ছে,
শিলায় নুড়িতে ঘর্ষনে ক্ষয়ে যাচ্ছে পার্শ্ব ও তলদেশ,
জলরাশির প্রবল উচ্ছ্বাসে প্লাবিত উপত্যকা।
তবুও এক ফোঁটা জলে
চঞ্চু ভেজালি না তুই।

যদি আমার প্রতি তোর এটা অবহেলা হয়,
তবে ভয় পাস না।
বুকের জলপ্রপাতের জল
এভাবেই তোর পাশ দিয়ে বয়ে যাবে তোকে বিরক্ত না করে।
আর এ যদি তোর স্বেচ্ছা মৃত্যুর প্রস্তুতি হয়
তবে সারা পৃথিবিটাকে বুকের জলপ্রপাতের জলে
ডুবিয়ে দেব আমি,
ভাসিয়ে দেব অগনিত মেঘের ভেলা।
মনে রাখিস জল থেকে তোর নিস্তার নেই
আর তুই ছাড়া বৃষ্টির বিস্তার নেই।

Exit mobile version