উদ্বাস্তু
-সুদীপ ভট্টাচার্য্য
চশমার ফাঁকে লেগেছে আজ ঝিরিঝিরি ইলশেগুঁড়ি,
ধুলো বসা কাদাটে ছোপ।
হলদেটে আর লালচে বন্ধুরা আজ,
পেনের কালির সাথে করেছে আরোপ।
আজ ঘুম ভেঙেছে সবুজ পাতার,
প্রেমে আজ জমাট বস্তি।
ব্যাস্ত কুলির আজ হালকা বোঝা,
ক্লান্ত ফড়িং আজ পেয়েছে বড়ো স্বস্তি।
বহুদিন পরে আজ আবার মিত্র মিলন,
সবাই হঠাৎ সাঁকো ধরে হাঁটে।
বর্ষায় আজ পূর্ণ ভরা কটাল,
আমাদের শাল নদীও তাড়াহুড়ো করে ছোটে।
হাজার অপেক্ষার পাত্র চিঠি আজ,
যানজট বন্ধের মরা টেবিলে।
ও পাড়ার পরিণত বাস চালকেরাও,
সকলেই গঙ্গা পারে সাঁতারের কবলে।
তোমার হারানো তাজাটে গোলাপ ,
বিরহের দিন খোঁজেনা আর।
বিকালের চায়ের চুমুকে উদ্বায়ী বাষ্প কথা,
কেন সন্ধানী হয়গো বারবার?