কবিতা

লেখার জন্য

লেখার জন্য
-সুদীপ্তা মন্ডল

লেখার জন্য একটা মন চাই।
যে মনে, ঘোরাফেরা করবে শব্দরাশি।
অবাধে করবে তারা আনাগোনা,
স্বচ্ছন্দ হবে তাদের চলরাশি।
ঢেউয়ের মতো আছড়ে পড়বে ইচ্ছেরা।

 

লেখার জন্য একটা মন চাই।
যে মনটিতে ছন্দরা খেলে বেড়াবে,
অনায়াস হবে তাদের বিচরণ।
বিক্ষিপ্ত কথারা একের পরে মিলবে
যেখানে, হবে ছন্দের মেলবন্ধন।

 

লিখতে হলে হৃদয় চাই একটা,–
যে হৃদয়ে হবে কল্পনার বিস্তার।
ঝরে পড়বে হৈমন্তী হিমের মতো,
স্বপ্নরা আসবে শত শত
কল্পিত কথা বিন্যস্ত হবে অবলীলায়।

 

লিখতে হলে হৃদয় চাই একটা,–
যে হৃদয়ে বর্ন আসবে বর্ণালীর ছটায়।
বর্ণের সঙ্গে বর্ন যোগে হবে শব্দমালা।
রামধনুর মতো ই যার,
সাতরঙের ভেলায় মিলবে কথামালা।

 

লেখার জন্য হৃদয় চাই একটা,
একটা চাই মন।
তবেই হবে স্রষ্টা তুমি,
তোমার হবে সৃজন

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page