Site icon আলাপী মন

ঐক্যতান

ঐক্যতান

-মৌসুমী সাহা মহালানাবীশ

ধর্ম যদি মানবতা হয়,মানব তবে কি?
মানব কি মনুষ্য কুল নয় ?
জাতি তবে কি?
জাতি ধর্ম নির্বিশেষে উচ্চস্থানে মানুষ,
যারা ধর্মের নামে ফয়দা লোটে তারা কি সব বেহুঁশ ?
যারা বুক থাপিয়ে বলে ওঠে আমরা সবাই সমান,
তারাই আবার ভাগ করে দেয় কে হিন্দু ,কে মুসলমান!!

জাতি , ধর্ম , বর্ণ থাক না ওসব প্রশ্ন—–
শিশু মন নাইবা জানুক কে রত্ন আর কে ঘৃণ্য!
শিশু মনে থাক না আঁকা বন্ধুত্বের সরল রেখা,
ওরা জানুক রক্ত লাল, দুর্গা মায়ের আলতা পা।

ভিন্ন নয়কো রথের রশি—
বারণ করেনি রবি, শশী—
জাতি ভেদাভেদ বিসর্জনে,
টান দিই রশি সবে মিলে,
গড় গড়িয়ে চলবে রথ
পুষ্প বৃষ্টি ভেজাবে পথ
শিশু মন যে উঠবে হেসে
ঐক্যতানের নব ইতিহাসে—-

রচিত হোক শিশুর মর্ম ।
চুলোয় যাক হিংস্র ধর্ম ।।

Loading

FacebookMessengerTwitterWhatsAppEmailMessageShare
Exit mobile version