বিবর্ণ হালখাতা

বিবর্ণ হালখাতা

-নীলোৎপল সিকদার

 

 

খেলতে খেলতে রাস্তা পায়ে হেঁটে যায়
থৈ থৈ রৌদ্র ঢেউ খেলে- রাস্তা নির্জন
আগুন পোড়া বালি উড়া জ্বালা
বুক পেতে রাস্তা একা তপ্ত ধুলি মাখে…

সবুজের কাছে তবু ঋণ-দিন কাঁদে
ফুলে ফুলে দুলে উঠা শাখা কাঁদে
অবাক বিস্ময়ে চোখের কোণে বৃষ্টি ঝরে…
সবুজের কাছে পড়ে থাকে দিনের ঋণ…

চন্দন ফোঁটার আল্পনা আঁকতে
হলুদ উৎসব থেমে যায় নিবিড় কল্পনা অরণ্যে,
লাল বেনারসি শাড়ীর ঘোমটা
বুকের কান্নায় ভেজে
কপালে সিঁদুর মেখে সূর্য ডোবে অস্তরাগে…

সবুজের বুকে ঋণ
বিবর্ণ জীবন হিসাব গড়াগড়ি খায় শ্রাবণ ধারায়…

Loading

One thought on “বিবর্ণ হালখাতা

Leave A Comment