Site icon আলাপী মন

মেঘলা মনের বৃষ্টি

মেঘলা মনের বৃষ্টি
-কৃষ্ণ বর্মন

 

 

ঝিরি ঝিরি বৃষ্টি হলে মেঘলা করে মন
একলা নীড়ে আমি দূরে আপনজন।
এ মধুর বেলায় আকাশ পানে চেয়ে
মন চাতক যায় উড়ে অচিন দেশে ধেয়ে।

মেঘের ডাক পিয়ন আমার চিঠি নিয়ে
খুঁজে তো পায়নি তোমার বাড়ি গিয়ে।
ফিরে এসেছে তাই বিনা উত্তর হাতে
তোমায় খুঁজি আজো বৃষ্টি ঝরা রাতে।

তোমার মনেও যেদিন অঝোর বৃষ্টি হবে
তোমার আকাশও যেদিন হবে কালো
ঝড়ের চোখের বজ্রে খুঁজোনা যেন
আমার নিভে যাওয়া শিখার আলো।

সেদিন হয়তো নেই আমি আর
আমিও অচিন পাখি
ফেলে যাবো শুধু শরীরটুকু
সোনার খাঁচায় রাখি।

সেদিনও ঝিরি ঝিরি বৃষ্টি হবে
মেঘলা হবে মন
সেদিন দূরে গিয়েও আমি
তোমার আপনজন।

Exit mobile version