বিলাপ
– রীণা চ্যাটার্জী
আঁকিবুকি কেটে চলি এলোমেলো মনে
হিসাবী আজ, বেহিসাবী মনের অন্বেষণে,
ব্যস্ত আছি জীবনের কিছু প্রশ্নের চয়নে
ভাবনায় নিজেকে বিক্ষত করি বিষবাণে।
অপেক্ষারা অবাধ্য হয়ে তাকিয়ে পথপানে
দায় নেই কারো, অবুঝ! বোঝে না যে মানে,
অনুভব লুকিয়ে অজানা কোনো গহনে
অস্তিত্ব সঙ্কটে সঙ্কুচিত নিভৃতে এই ক্ষণে।
অভিযোগে একাকী ভ্রান্তি বিলাস গ্ৰথনে
ভালোবাসা রুদ্ধ দুয়ারে দুরন্ত অভিমানে,
স্মৃতির পাতারা আজ ধূসর মলিন স্মরণে
অসহায় ভরা অসারতা ছড়ানো বেদনে।
অব্যক্ত কিছু ব্যথারা ত্রস্ত, রুধির ক্ষরণে
নিশিরাত পিছু ডাকে ভয়ার্ত সব স্বপনে,
নেই কিছু নেই, হলাহল স্মৃৃৃতি রোমন্থনে
শ্রান্ত, বিদগ্ধ বিধাতার খেয়ালী দহনে।
অবিরত অশ্রু ধারার সরসী দু’টী নয়নে
ক্লান্ত মন অখণ্ড বিশ্রাম খোঁজে জীবনে।
ব্যগ্ৰ উৎসুক, অপেক্ষায় অন্তিম লগনে
মিলে মিশে যাক ধূলাধূসরিত রক্তিম চরণে।