তুলনা

তুলনা

-নীলোৎপল সিকদার

কত মেঘ আকাশে ওড়ে
সব মেঘে ঝরঝর বৃষ্টি ঝরে না,
কিছু মেঘ উড়ে যায় ভেসে যায় দূরে,
সব মেঘ সূর্য ঢাকে না
মেঘ ভাঙ্গা রোদের আলো ছড়ায় না,
উড়ে উড়ে ভেসে যায় আকাশ নীলে…

সব পথ ফুলে ছাওয়া নয়
সব পথ সরল সহজ নয়,
পায়ে পায়ে সব পথ
রাধা বৃন্দাবনে যায় না,
সব পথেই হাঁটে পথ
যার যেমন খুশি…

কত ফুল ফোটে রোজ কুসুমবাগে,
কত ফুল ঝরে পড়ে-ধুলায় লুটায়,
সব ফুলে দেবতার পূজা কি হয়,
তবুও মাটির জমিনে শোভা বাড়ায়
বর্ণিল পাপড়ি মেলে…

সব মানুষের সমান গুণ-প্রতিভা কি হয়
সবাই তো একরকম নয়-একই যোগ্যতা নেই,
সবাই সবার মত নয়–যার যার মত সে ভালো
তবুও প্রতিটা মানুষের গভীরে
বিপুল সম্ভাবনা লুকিয়ে থাকে…

কাউকে কারো সাথে তুলনা চলে না
যে যেমন সে তেমনই
সেটাই বড় এক আশ্চর্য প্রাণ…

তুলনা করলে কত মন হতাশ হয়
উৎসাহ হারিয়ে কষ্টজলে ভাসে,
কারো কারো বুকে পাথরের আঘাত সম লাগে এ তুলনা…

তুলনার ঘায়ে হতাশ হয়ে
কোন কোন হৃদয়-থেমে যেতে পারে,
হারিয়ে ফেলতে পারে কর্ম তৎপরতায় এগিয়ে যাওয়ার আকাঙ্খা…

এই তো ভালো নিজেকে কারো
দুঃখের কারণ না করা,
কাউকে সর্বনাশের পথে এগিয়ে না দেওয়া,
তুচ্ছ-তাচ্ছিল্যের আগুনে কারো মন জমিনে
সাজানো বাগান না পুড়ানো…

থেট করে না বলা অমুক এই করেছে- সেই করেছে
তুমি করতে পারো নাই- কি করেছ,
অমুক এমন তেমন-তুমি কেন সেরকম নয়-তেমন কেন হতে পারো না!
তার চেয়ে
উৎসাহ প্রশংসায় ভিতরের স্পৃহাকে বেগবান করাই ভালো…

উৎসাহ পেলে লেংড়াও টপকাতে পারে
ঐ সুউচ্চ পর্বত,
বিশ্বাস দৃড় হলে আহত সৈনিকও
প্রবল আত্মবিশ্বাসে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে
বীরের লড়াই লড়ে
বিজয় ছিনিয়ে আনতে পারে…

উৎসাহ ও প্রশংসার শক্তি এক
প্রচন্ড প্রভাবিত শক্তি…
এক দুর্বার অপ্রতিরোধ্য প্রেরণাদায়ী
বিস্ময়কর আত্মবিশ্বাসের জন্মদাত্রী…

Loading

Leave A Comment