Site icon আলাপী মন

বন্ধু

বন্ধু
-রুদ্র প্রসাদ

 

 

‘বন্ধুত্ব’ – সেটা আবার কি!!! হয় নাকি আজকের
দিনে ! যত্তোসব ফালতু, নীতিবাগীশ ফাঁকা বুলির
কচকচানি স্বার্থের দুনিয়ায় । অর্বাচীন সব বোকা
বোকা কথাবার্তা, নেই তো সেই রামরাজত্ব এখন,
আর অযোধ্যাও ; আছে তো খালি শুধু আঁতেলামি
আর আখের গোছানোর ধান্দা । মানবিকতার যে
বড়ই অভাব ! মানুষের মুখোশপরা আপাতনিরীহ,
অমানুষ আর বহু-রূপীর ভিড়ে খুঁজে ফেরে এই
বান্দা, যদি পাওয়া যায়, একজন প্রকৃত হৃদয়বান,
সাথীসুলভ সঙ্গী । সত্যিকারের সুহৃদও তেমনই
একজন, ঠিক যেন মনের মত দোসর, যার সাথে
কখনোসখনো যদিও সামান্য কিছু মতের অমিল
হয়, তবুও, একদম মনের কাছেই থাকবে চিরদিন,
পাশে থেকে দেখাবে আশার আলো, জুগিয়ে যাবে
সাহস, সাথে দিয়ে যাবে সীমাহীন প্রেরণা । বন্ধুর
মানে সুখ-দুঃখ, হাসি-কান্নার সমান সমান ভাগ ।
বন্ধুত্ব মানে অফুরন্ত ভালোবাসার ভাণ্ডার, সাথে
অনেকখানি সহমর্মিতা আর সামান্য একটুখানি
রাগ । বন্ধু মানে ‘আমি তো আছি’র আশ্বাস আর
একাকীত্বের মুক্তি । বন্ধুত্ব মানে জীবনের সঠিক
দর্শন – পাথেয় – যুক্তি । অন্ধকারের বুকটা চিরে
আলোর রেখা যেমন করে পথ দেখায়, বহমান,
চঞ্চল স্রোতোস্বিনী জলধারা ঠিক যেমন করে সব
কলুষতা – মলিনতা ধুইয়ে দেয়, প্রকৃত বান্ধবের
সাহচর্য ঠিক তেমনই । তাই তো বলি, ‘সত্যিকারের
প্রাণের বন্ধু, সে তো ভাস্বর সবসময়েই । বন্ধনের
দৃঢ়ত্বের সীলমোহরে বন্ধুত্বের স্বাক্ষর, সদা উজ্জ্বল,
মনের মণিকোঠায় থাকে শাশ্বত অমলিন চিরকাল’ ।।

Exit mobile version